মিজোরামের আইজল শহর দেখে অভিভূত হলাম || Exploring Mizoram || Aizawl || India

151,219
0
Published 2024-05-16

All Comments (21)
  • প্রামাণ্য চিত্রে ধারা বর্ননা একটি গুরুত্বপূর্ণ অংশ!! তাই ভাষাগত ভাবে যে যত বেশী দক্ষ, তার প্রামাণ্য চিত্র টি তত আকর্ষণীয় হয়,, এ বিষয়ে সুমন ভাই, বেশ পটু।।
  • বিশ্বটা আজ অনেক ছোটো এসেছে হাতের মুঠোয় ঘরে বসেই দেখছি সব আনন্দে কাটছে সময়। ভাই সুমন জয় হোক আপনার, এটাই শুধু চাই জগৎ জুড়ে প্রকৃতি মানুষের শ্রেষ্ঠ কর্ম দেখতে যেন পাই। অপূর্ব ক্যামেরার কাজ, অপূর্ব এডিটিং, সুন্দর সব চিত্র দেখি শুধু অবাক হয়ে, ভালো লাগে, খুশি হয় চিত্ত। ধন্যবাদ সুমন ভাই ।ভালো থাকবেন সুস্থ্য থাকবেন । Welcome to India our motherland.
  • @sikhaghosh2736
    দাদা ইন্ডিয়া কবে এলেন?! এই তো বান্দরবন এ ছিলেন!! যায় হোক welcome to India ❤❤।
  • খুব সুন্দর একটা ভিডিও দেখলাম ❤❤❤❤
  • @fromkb7941
    3:43 প্রিয় একজন মানুষের মুখে আমার শহর শিলচরের নাম কি যে মুগ্ধ হলাম। ভারতে স্বাগতম আপনাকে।
  • @folkie3957
    আগরতলা থেকে দামছড়া(উত্তর ত্রিপুরা )হয়ে খুব সহজে মিজোরাম যাওয়া যায়।👍
  • @user-jh7rd3mh9o
    আসাম রাজ্যের বরপেটা হাউলি , থেকে দেখসি আপনার সঙ্গে দেখা করার জন্য অনেক চেষ্টা করেছি পারতাছিনা,আমার বাড়িতে দাওয়াত নিবেন।
  • আইজল শহরের ভিডিও এর আগেও দেখছি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটের এর ভিডিওতে। কিন্তু আপনার ভিডিও টা দেখে সবথেকে বেশি উপভোগ করছি।একদম সহজ আর সাবলীল।কল্পনায় ঘুরে আসলাম আইজল
  • আমি আশুলিয়া ঢাকা থেকে দেখছি খুব ভালো লাগছে আমার। মন চাই সুমন ভাইয়ের মতো আমিও যুদি এভাবে দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াইতে পারতাম।
  • @user-sf2jt2tb9u
    মিজোরামের পাসেই তো আমাদের বাংলাদেশ।♥️♥️
  • দাদার ইতিহাস গুলো তুলে ধরে খুব ভালো আমাকে
  • @mintomollik3750
    যার তুলনা অন্য কার সাথে হয় না। সে মানুষ টা প্রিয় সুমন ভাই। সুমন ভাইয়ের ভিডিও দেখলে ঈদের আনন্দের মতো লাগে।।।। ভালবাসা অবিরাম।।।
  • সুমন আংকেল, আজ সুন্দর একটি শহরের ভিডিও চিত্র ধারণ করে আপনি আমাদেরকে দেখার উপহার দিলেন,যাহা ভূলার নয়।আফসুস হচ্ছে এই জন্য যে,সিলেটের উওর পূর্ব কোনে অবস্থিত আমাদের কানাই ঘাট উপজেলার আমি এক সাবেক ব্যাংক কর্মকর্তা বয়স ৭৩ পূর্ণ হল।ছোট বেলা থেকে কর্মজীবন শেষ হল,এখন পরপারের দিন গুনছি।কিন্তু আমাদের পাশে অবস্থিত, মিজরাম,সিলং,গৌহাটি,শিলচর শহর এর কোনটিই দেখা হয় নাই। কারণ ভাগ্য ও মনের ইচ্ছা শক্তি না থাকলে কিছুই হয়না।আপনি আজ না দেখা শহর দেখায়ে মনের স্বাদ পূরণ করালেন,সে জন্য অনেক, অনেক ধন্যবাদ ও অকৃতিম ভালবাসা।আল্লাহ আপনাকে সুস্হ ও নিরাপদ রাখুন,আমীন।
  • @user-ot7oi1qe9f
    আমি বাংলাদেশ থেকে ভারতকে অনেক পছন্দ করি
  • @mmrtv8535
    মাশাআল্লাহ ❤ আল্লাহ তাআলার সৃষ্টি কত‌ইনা সুন্দর, পাশাপাশি আপনার দারাজ কন্ঠে চমৎকার উপস্থাপনা।
  • @yakubali5435
    নিলয় ভাই কে দেখে ভালো লাগলো
  • @gsmhelp7982
    সবার সেরা সবচেয়ে সেরা ইন্ডিয়া❤
  • @rkbdvlog6980
    সুমন ভাই মামাতো বোনকে দেখলাম না যে এই ট্যুর যায় নাই কেন আপনার সাথে?