প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন ও মুক্ত গণমাধ্যম দিবস

Published 2024-05-03
সরকার বাংলাদেশের সাংবাদিকতায় কতটা প্রভাব বিস্তার করে? সাংবাদিকরা রাজনৈতিক দল বা আদর্শের প্রতি কতটা অনুগত? প্রচলিত না সামাজিক গণমাধ্যম - জনগণের আস্থা কার প্রতি বেশি?

‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে এবারের আলোচনার বিষয়: প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন ও মুক্ত গণমাধ্যম দিবস৷ অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ইমিরেটাস এডিটর নাঈমুল ইসলাম খান এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা৷

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আরাফাতুল ইসলাম৷

#রাজনীতি #খালেদমুহিউদ্দীন

সাব্সক্রাইব করুন: bit.ly/2SJoeQq
ফেসবুকে ডয়চে ভেলে: www.facebook.com/dwbengali
টুইটারে ডয়চে ভেলে: twitter.com/dw_bengali

All Comments (21)
  • প্রিয় দর্শক, প্রধানমন্ত্রীকে সংবাদ সম্মেলনে যেকোনো প্রশ্ন করা যায় বলে মনে করেন দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ইমিরেটাস এডিটর নাঈমুল ইসলাম খান৷ আপনারও কি তাই মনে হয়?
  • @mamunhossain16
    ধন্যবাদ নাইমুলকে যথার্থ রঙের পোশাক পরে আসার জন্য হলুদ পোশাক ফর হলুদ সাংবাদিকতা জয় বাংলা 🇧🇩
  • একটা মানুষ কতটা ঘৃণিত হইতে পারে তার বাস্তব উদাহরণ নাইমুল।
  • সাংবাদিক নাঈমুল ইসলাম খান আজকে হলুদ শার্ট পরেছেন। দেখে ভাল্লাগছে কর্ম আর পোশাক মিলে গেছে
  • এই টকশোর আমি একজন নিয়মিত শ্রোতা। যখন এ দেখলাম একজন বাটপার নঈমুল ইসলাম খান কে অতিথি হিসেবে নিয়ে আসা হয়েছে আমি আগ্রহ হারিয়ে ফেললাম।
  • নাঈমুল ইসলাম খানকে নিয়ে টক শো করার কোন মানে হয় না
  • এই নাঈমুল ছাড়া কি আর লোক পাওয়া যায়নি অনুষ্ঠান করার জন্য।
  • @azizbhai7718
    রুমিন ফারহানা অনেক মূল্যবান কথা বলেছেন এজন্য রুমিন ফারহানা আপাকে অনেক অনেক ধন্যবাদ
  • সকলকে অনুরোধ জানাচ্ছি,দেশ বাচাতে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করা,সকল দেশ প্রেমিক নাগরিক হিসেবে দ্বায়িত্ব,,
  • নাঈমের দালালি আর কতদিন চলবে ?
  • @mdmoshinkhan650
    বাজে লোকটাকে না আনলেইও হইতো ভাই,,ওকে দেখলে খুব রাগ হয়,, এ বাংলাদেশের সাংবাদিক না সাংঘাতিক
  • @abdurrakib77
    নাইমুর সাহেব তিনি আওয়ামীলীগের প্রতিনিধিত্বকারী বিশেষ সাংবাদিক , অতএব তার থেকে আমরা এমনটাই আসা করতে পারি
  • নাইমুল ইসলাম খানকে তোষামোদ সংবাদিক হিসাবে সবার কাছে পরিচিত।
  • @neammorshed3922
    হলুদ সাংবাদিক নাইম ভাই হলুদ শাট পরেছে।No idea no idea at all
  • @fahim4546
    নাইমুল সাহেবের বড় ভক্ত আমি। উনার কথা আমি মন দিয়ে শুনি। আমার বউ এর সাথে ঝগড়া লাগলে আমি উনাকে ফলো করি। ঘুরায় প্যাচায় কিছু একটা বলে একসময় দেখি সে আর কোনো কথা বলেনা।‌বুঝতে পারি যে, আমি জিতে গেছি।
  • @mdabul3798
    ব্যারিস্টার রুমিন ফারানাকে অনেক অনেক ধন্যবাদ
  • @joydebnath4632
    আমি মনে করি সাংবাদিকতা = নিরপেক্ষতা হওয়া উচিত। কিন্তু আমি বাংলাদেশের সাংবাদিকদের দেখলে বিশেষ করে নাইম, সুভাস কে দেখলে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে 😢
  • এই "নো আইডিয়া এট অল" নাইমুলকে গেষ্ট করলে অনুষ্ঠানের স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন থেকে যায়। ভিউ'র বিচারে নিশ্চিতভাবে বলা যায় আজকের অনুষ্ঠানটি অন্যতম ফ্লপ।
  • ধন্যবাদ রুমিন ফারহানা। স্পষ্ট কথা বলেছেন।
  • নাঈমুল ইসলাম খান সাহেবতো সরকারী দলের সাংবাদিক। তাই ওনার কথায় আমাদের অবাক হবার কোনো কারণ নাই।